এক টুকরা কাগজ- টাকা, পাউন্ড, ডলার ইত্যাদি। টাকার রয়েছে ক্রয়ক্ষমতা। কিন্তু নিজস্ব কোন মূল্য নেই। এক সময় ছিলো। যখন টাকা ছিলো সোনা ও রূপার। টাকা যখন কাগজ দিয়ে তৈরি হলো তখন তাতে গন্ধ লাগলো। টাকা তখন সাম্রাজ্যবাদের হাতিয়ার হলো। বিনা যুদ্ধে বিশ্ব জয় হলো। সময়ের ব্যাপ্ত পরিসরে বিবর্তনের ধারায় কাগজের টাকা আজ বিলুপ্তির পথে। বিশ্ব মন্দা থেকে তা বুঝা যায়। হয়তো ফিরে যেতে হবে আবার সেই পণ্য বা পণ্যভিত্তিক মুদ্রায়। কিন্তু সে তো পরের কথা। এখন মন্দার ফলে টাকার কষ্ট বাড়ছে বিশ্বব্যাপী। তাই কাঁদে টাকা, কাঁদে মানুষ।
বিশ্বের শ্রেষ্ঠ ধনী দেশের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে বসে কোন কার্যকর সমাধান বের করতে পারেননি। এমতাবস্থায় আমাদের করণীয় কি? বুঝতে হলে জানতে হবে। জেনে বুঝে এখনই নিজকে বদলাতে হবে। বাজার অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। আরও কিছু করতে হবে। সময় চলে গেলে ট্রেনও স্টেশন ছেড়ে চলে যাবে। তাই এখনই সময় মন্দা মোকাবেলায় নিজেকে বদলে ফেলার। এখন সময় দিন বদলের।
এক টুকরা কাগজ- টাকা, পাউন্ড, ডলার ইত্যাদি। টাকার রয়েছে ক্রয়ক্ষমতা। কিন্তু নিজস্ব কোন মূল্য নেই। এক সময় ছিলো। যখন টাকা ছিলো সোনা ও রূপার। টাকা যখন কাগজ দিয়ে তৈরি হলো তখন তাতে গন্ধ লাগলো। টাকা তখন সাম্রাজ্যবাদের হাতিয়ার হলো। বিনা যুদ্ধে বিশ্ব জয় হলো। সময়ের ব্যাপ্ত পরিসরে বিবর্তনের ধারায় কাগজের টাকা আজ বিলুপ্তির পথে। বিশ্ব মন্দা থেকে তা বুঝা যায়। হয়তো ফিরে যেতে হবে আবার সেই পণ্য বা পণ্যভিত্তিক মুদ্রায়। কিন্তু সে তো পরের কথা। এখন মন্দার ফলে টাকার কষ্ট বাড়ছে বিশ্বব্যাপী। তাই কাঁদে টাকা, কাঁদে মানুষ।
বিশ্বের শ্রেষ্ঠ ধনী দেশের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে বসে কোন কার্যকর সমাধান বের করতে পারেননি। এমতাবস্থায় আমাদের করণীয় কি? বুঝতে হলে জানতে হবে। জেনে বুঝে এখনই নিজকে বদলাতে হবে। বাজার অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। আরও কিছু করতে হবে। সময় চলে গেলে ট্রেনও স্টেশন ছেড়ে চলে যাবে। তাই এখনই সময় মন্দা মোকাবেলায় নিজেকে বদলে ফেলার। এখন সময় দিন বদলের।